Site icon Jamuna Television

ফ্লোরিডার বহুতল ভবনের বাকি অংশ গুঁড়িয়ে দেয়ার অনুমোদন কাউন্টি মেয়রের

একাংশ ভেঙে পড়া ফ্লোরিডার বহুতল ভবন চ্যাম্পলিন টাওয়ারের বাকি অংশও গুঁড়িয়ে দেয়ার অনুমোদন দিলেন কাউন্টি মেয়র ড্যানিয়েল্লা লিভন কাভা। এখন পর্যন্ত দালানটি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মেয়র ড্যানিয়েল্লা লিভন কাভা জানান, প্রকৌশলীদের পরামর্শেই ভবনের বাকি অংশ পরিকল্পিত উপায়ে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে চলছে সেখানকার ধ্বংসস্তুপ সরানোর কাজ।

তবে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া প্রত্যেকটি মানুষের মরদেহ উদ্ধারে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে। মেয়র বলেন, অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে। সেক্ষেত্রে কোনো আপোষ হবে না। এখনো ১২৬ জনের হদিস মিলছে না।

গত ২৪ জুন হঠাৎই ভেঙে পড়ে সার্ফসাইড এলাকার ১২তলা ভবনটির একাংশ। নিরাপত্তা ঝুঁকি থাকায় আরও কয়েকটি আবাসিক ভবন খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

Exit mobile version