Site icon Jamuna Television

সিরিয়ায় সেনা অভিযানে শিশুসহ ৮ জন নিহত

সিরিয়ার ইদলিবে সেনাবাহিনীর অভিযানে শিশুসহ কমপক্ষে ৮ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। গতকাল শনিবার (৩ জুলাই) এ তথ্য জানায় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

গতকাল শনিবার জাবাল আল-জাভিয়া এলাকার বেশ কয়েকটি জায়গায় কামানের মাধ্যমে চালানো হয় হামলা। এতে উত্তপ্ত হয়ে ওঠে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল ইদলিব। হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। সেই তালিকায় রয়েছে দুই শিশুও। গোলা হামলায় আরও ১৬ জনের আহতের খবরও নিশ্চিত করে উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটস।

গত বছর মার্চে ইদলিবে আন্তর্জাতিক অস্ত্রবিরতির পর একদিনের হামলায় এটাই সর্বোচ্চ হতাহতের ঘটনা। সরকার বা বিদ্রোহী উভয়পক্ষের কাছেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ইদলিব। তাই সেটির নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া দু’পক্ষই।

Exit mobile version