Site icon Jamuna Television

মাঝসমুদ্রে দাউ দাউ করে জ্বলা আগুনের ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

মাঝসমুদ্রে দাউদাউ করে জ্বলছে আগুন। মেক্সিকো উপসাগরের ভিডিওটি বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্থানীয় সময় গত শুক্রবার (২ জুলাই) ভোরে ইউকাতান উপদ্বীপ এলাকায় হয় এ অগ্নিকাণ্ড।

মেক্সিকোর রাষ্ট্রায়াত্ত তেল উত্তোলন কোম্পানি পেমেক্স জানিয়েছে, সাগরের নিচে গ্যাস পাইপলাইনে ফুটো হয়ে গেছে। এর ফলে ঘটে এ দুর্ঘটনা। পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

পাইপলাইনটি পেমেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র কু মালুব জ্যাপের সাথে সংযুক্ত। মেক্সিকো উপসাগরের কাছেই তেলক্ষেত্রটি। এটি থেকে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয় যা মোট উৎপাদনের ৪০ শতাংশ।

Exit mobile version