সিরিজের ৫ম ও শেষ টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ২৫ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের করা ১৬৮ রানের জবাবে ১৪৩ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক বাভুমাকে হারালেও কুইন্টন ডি কক ও এইডেন মার্করামের ১২৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ৬০ রানে ফেরেন ডি কক। মার্করাম করেন ৪৮ বলে ৭০ রান। ১৬৮ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে এভিন লুইসের ৫২ ও শিমরন হেটমায়ারের ৩৩ ছাড়া আর কারো বলার মত স্কোর ছিল না। ৯ উইকেটে ১৪৩ রানে থামে ক্যারিবিয়ান ইনিংস।
Leave a reply