ক্যামেরুন নরিয়েকে ৩-১ সেটে হারিয়ে উইম্বলডনের শেষ ষোলোর টিকেট কাটলেন সুইস সুপারস্টার রজার ফেদেরার।
এই জয়ের ফলে উম্বলডনের নবম শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন ৩৯ বছর বয়সী রজার ফেদেরার।
ক্যামেরন নরিয়ের বিপক্ষে এদিন শুরু থেকেই জ্বলে ওঠেন ফেদেরার। প্রথম সেট জিতে নেন ৬-৪ গেমে। একই ব্যবধানে দ্বিতীয় সেট জিতে রাউন্ড অব সিক্সটিনের পথে আরো এক ধাপ এগিয়ে যান তিনি। তবে তৃতীয় সেটে ফেদেরারকে শক্ত পরীক্ষায় ফেলে ৭-৫ এ জিতে নেন নরিয়ে।
চতুর্থ সেটে ৬-৪ গেমে জিতে পরের রাইন্ড নিশ্চিত করেন ফেডেক্স।
Leave a reply