Site icon Jamuna Television

সকাল থেকে বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

সকাল থেকে বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীতে। মাঝারি বৃষ্টিতে তলিয়ে যায় গ্রীন রোড, ধানমন্ডিসহ বেশ কয়েকটি এলাকার সড়ক।

এই কঠোর লকডাউনের মধ্যেও জরুরি কাজে বের হওয়া মানুষ জলাবদ্ধতার ফলে ভোগান্তিতে পড়েন। বৃষ্টির কারণে সড়কের কোথাও কোথাও হাটু পানি জমে যায়।

পানির নিচে খানাখন্দে ভরা সড়ক ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুণ। নগরীর বিভিন্ন স্থানে সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজ চলায় এমন জলাবদ্ধতা বলে জানায় ভুক্তভোগী পথচারীরা। বর্ষা মৌসুমে নিয়মে পরিণত হওয়া জলজট ও ভোগান্তির জন্য ক্ষোভও প্রকাশ করেন অনেকে।

নগরবাসী বলছেন, ধীরগতির উন্নয়ন কাজের কারণে ভোগান্তি বেড়েই চলেছে।

Exit mobile version