Site icon Jamuna Television

টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে সেমিতে কলম্বিয়া

টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করলো কলম্বিয়া। দুই গোল ঠেকিয়ে জয়ের নায়ক কলম্বিয়ান গোলরক্ষক ওসপিনা।

ম্যাচের শুরু থেকে বল দখল আর আক্রমণ-পাল্টা আক্রমণে দু’দলই সমানে-সমান ছিল। তবে ১২ মিনিটে তেসিয়োর হেড ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি কলম্বিয়ার। ৩৩ মিনিটে ডি-বক্সের মধ্যে পাওয়া সুযোগ মিস করেন উরুগুয়ের মিডফিল্ডার আরাসকায়েতা।

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে বড় সুযোগ মিস করেন লুইস সুয়ারেস। শেষ পর্যন্ত গোলশুন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সুবিধা করতে পারেনি কোনো দল। ম্যাচ গড়ায় টাইব্রেকে।

টাইব্রেকে প্রতিপক্ষের দুই গোল টেকিয়ে নায়ক কলম্বিয়ার গোল রক্ষক ওসপিনা। সেমিফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা।

Exit mobile version