Site icon Jamuna Television

নরসিংদীতে মহাসড়ক থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল টঙ্গী মহাসড়ক থেকে অজ্ঞাত দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের ভাগদী কদমতলা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

মারা যাওয়া এক কিশোরের বয়স আনুমানিক ১৩ ও অপরজনের বয়স ১৫ । এখন পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে সড়কের মাঝে ২ টি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পাশেই পড়ে ছিল একটি বাইসাইকেল । পরে পলাশ থানা পুলিশকে খবর দেয়। এরপর রাত আড়াইটার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় যানবাহনের আঘাতে তাদের মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দীন জানান, মরদেহগুলোর সড়কে পড়ে ছিলো। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত একটি বাইসাইকেল ও তাদের প্যান্টের পকেট থেকে ড্যান্ডি নামক মাদক উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা দু’জন বাইসাইকেল যোগে সড়ক দিয়ে যাচ্ছিল। লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিস্তারিত খোঁজ নিচ্ছে।

Exit mobile version