Site icon Jamuna Television

৯ মাস আগের টুইটে ছিল বিচ্ছেদের ইঙ্গিত?

৯ মাস আগের টুইটে ছিল বিচ্ছেদের ইঙ্গিত?

আমির খানের ডিভোর্সের পর পুরোনো একটি টুইট ঘিরে বলিউডে চলছে আলোচনা। ৯ মাস আগের সেই টুইটে বলা হয়, বলিউডের এক বিখ্যাত অভিনেতা এবং তার স্ত্রী বিবাহবিচ্ছেদের ঘোষণা দিতে যাচ্ছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

আমির এবং কিরণের এই আকস্মিক ঘোষণার ঠিক ৯ মাস আগে ‘বলিউড প্রেডিকশনস’ নামক একটি পেজ এই টুইটটি করেছিল।

তারকা জুটির বিচ্ছেদের ঘোষণার পর নেটাগরিকরা নতুন করে এই টুইট আবিষ্কার করেন। টুইটের সঙ্গে বাস্তবের হুবহু এই মিলকে ‘অলৌকিক’ বলে মনে হয়েছে অনেকের। এ বিষয়ে কমেন্টে বিস্ময় প্রকাশ করেছেন তারা।

কেউ কেউ প্রশ্ন করেছেন, আমির খান এবং কিরণ রাওকে নিয়েই কি এই খবরটি লিখেছিলেন?

একজন আবার লিখেছেন, আপনি তো ভগবান!

নেটাগরিকদের একাংশ এক বাক্যের এই টুইটকে ভবিষ্যদ্বাণী বলে ধরে নিয়ে ‘চাকরি কবে হবে’, ‘জীবনে সুখ কবে পাব’ জাতীয় প্রশ্ন করে বসে আছেন সদুত্তর পাওয়ার আশায়।

৩ জুলাই শনিবার সকালে একটি বিবৃতির মাধ্যমে আমির ও কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা।

এনএনআর/

Exit mobile version