যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাই উন্নত জাতি গড়তে পারে। দেশে কোন ব্যক্তিই নিরক্ষর থাকবে না; সরকার এই লক্ষে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি’র প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫ ও ২০১৬ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা জীবন শেষ করার পর কোন শিক্ষার্থীকে যাতে বসে থাকতে না হয়, সেজন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। এ বছর পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২৬৫ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়। এর মধ্যে ২০১৫ সালের জন্য ১২৪ জন এবং ২০১৬ সালের জন্য ১৪১ শিক্ষার্থী এ পদকে ভূষিত হয়েছেন।
Leave a reply