
বিশেষজ্ঞ মত দিয়ে সরকারের সমালোচনা না করে করোনায় মানুষের পাশে থাকার জন্য বিএনপি ও বিশিষ্টজনদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন হাসপাতালের জন্য হাইফ্লো ক্যানোলাসহ সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
এসময় তথ্য মন্ত্রী দাবি করেন, করোনায় মানুষের পাশে ছিলো আওয়ামী লীগ। অনেক নেতাকর্মী আক্রান্ত হয়েছে ও মৃত্যুবরণ করেছে। কিন্তু একটি পক্ষ মানুষের পাশে না থেকে শুধু সরকারের সমালোচনা করছে।
এনএনআর/



Leave a reply