Site icon Jamuna Television

করোনায় বাবা-মা হারানো ১০০ শিশুর যাবতীয় দায়িত্ব নিচ্ছেন তিনি

ভারতে করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণে মারা গেছেন প্রায় চার লাখ মানুষ। স্বজন হারানোর বেদনা দেশটির সর্বত্র। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে করোনায় বাবা-মা হারানো শিশুদের ওপর। বাবা-মা হারানো এসব অসহায় শিশুদের জন্য এবার এগিয়ে এসেছেন ভারতের উত্তরাখণ্ডের রাজধানী শহর দেরাদূনের যুবক জয় শর্মা। করোনায় বা-মা হারানো ১০০ শিশুর যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ধাপে ধাপে তাদের দায়িত্ব নিচ্ছেন জয়।

আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, জয় দীর্ঘদিন ধরেই স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত। করোনা শুরু হওয়ার পর থেকেই তিনি দেরাদূনে নিজের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে, নিত্য-প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধ পৌঁছে দিয়ে আসছিলেন।

এবার জয় ঠিক করেছেন করোনায় বাবা-মা হারানো শিশুদের দায়িত্ব নেবেন তিনি। যাদের খাওয়া, জামাকাপড়, পড়াশোনা, ওষুধসহ যাবতীয় ভার বহন করবে জয়ের সংগঠন।

এরই মাঝে তারা এমন ২০ শিশুর দায়িত্ব নিয়েছেন। জয় জানিয়েছেন, আগামী সপ্তাহে এই সংখ্যা ৫০ এ নিয়ে যাওয়া হবে। যা ধীরে-ধীরে ১০০ তে পৌঁছাবে।

জয় যেসব শিশুর দায়িত্ব নিচ্ছেন তাদের বেশিরভাগের বয়স ৬ এর নিচে। কিছুসংখ্যক শিশুর বয়স ১০-১২ বছরের মধ্যে।

Exit mobile version