করোনায় একদিনে সর্বোচ্চ ৫১ মৃত্যু দেখলো খুলনা

|

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৫১ মৃত্যু দেখলো খুলনা। এ পর্যন্ত জেলাটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৪৩৬ জন। রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। শুধু এই জেলাতেই মারা গেছেন ১২ জন। আর খুলনা জেলায় মারা গেছেন ১০ জন। বাগেরহাট ও ঝিনাইদহে ৬ জন করে মারা গেছেন। ৫ জন করে মারা গেছেন যশোর ও চুয়াডাঙ্গায়। এছাড়া মেহেরপুরে ৩ জন, নড়াইলে ২ জন এবং মাগুরা ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।

খুলনার পরে আজ দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকায়। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন।

এছাড়া সারাদেশে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ১৫ হাজার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ১৫৩ জন মৃত্যুবরণ করেছেন। দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৬৬১ জন। একই সময় ব্যবধানে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি। যেখানে করোনা শনাক্তের হার ২৮.৯৯ শতাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply