করোনা সংক্রমণ কমিয়ে আনতে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ রোববার (৪ জুলাই) করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ এই কথা জানান।
অধ্যাপক সহিদুল্লাহ বলেন, কমিটি শুরুতেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দুই সপ্তাহ লকডাউনের সুপারিশ করেছিল। যার এক সপ্তাহ লকডাউন চলছে। এখন আমরা যদি এই লকডাউনের ফলাফল পেতে চাই তবে চলমান লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়াতে হবে।
করোনা নিয়ন্ত্রণে প্রজ্ঞাপন দিয়ে গত বৃস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। যা আগামী বুধবার (৭ জুলাই) মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে।
Leave a reply