লকডাউন তুলে নিচ্ছে যুক্তরাজ্য

|

লকডাউন তুলে নিচ্ছে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

লকডাউন পুরোপুরি তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। সংক্রমণ ও মৃতের হার উল্লেখযোগ্য হারে কমায় এ সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার এক সংবাদ সম্মেলনে নিজেই জানান এ কথা। বলেন, সামাজিক দূরত্ব, মাস্ক পরা, হোম অফিস ও কারো বাড়িতে যাওয়ার বিষয়ে খুব জলদিই আসছে পরবর্তী ধাপের সিদ্ধান্ত। ব্রিটিশদের মুক্ত জীবন ফিরিয়ে দিতেই করা হচ্ছে এ পরিকল্পনা। আগামী সপ্তাহগুলোয় সংক্রমণ ফের বাড়ার আশঙ্কার কথাও জানান তিনি।

তবে লকডাউন তুলে নেয়ার আগে ১২ জুলাই পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ। ভ্যাকসিনের কার্যকারিতা, হাসপাতলে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ও নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সর্বশেষ তথ্য ওপর ভিত্তি করেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

গেল মাসে লকডাউন তুলে দেয়ার কথা থাকলেও, পরিস্থিতি বিবেচনায় ১৯ জুলাই পর্যন্ত তা স্থগিত করা হয়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply