কঠোর বিধিনিষেধ কার্যকরের পঞ্চম দিনে আরও বেড়েছে মানুষের চলাচল। কেননা চারদিন বন্ধ থাকার পর আজ খুলেছে ব্যাংকগুলো।
সড়কের কয়েক জায়গায় দেখা গেছে যানজটও। তবে যথারিতি রাজধানীতে কড়া নজরদারি আছে আইনশৃঙ্খলা বাহিনী। যারাই ঘর থেকে বাইরে বের হচ্ছেন তাদের চেকপোস্টে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ যৌক্তিক কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জরিমানা।
এতে গাড়ি থামিয়ে চেক করার ক্ষেত্রে অনেক সময় নেয়ায় তৈরি হচ্ছে যানজট। প্রতিদিনের মতো জরুরি কাজে নিয়োজিত ও শিল্প-কারখানার শ্রমিকরা পরিবহন সংকটে ভোগান্তিতে পড়ছেন। গণপরিবহন না থাকায় রিকশায় যেতে গুণতে হচ্ছে বাড়দি ভাড়া।
এনএনআর/
Leave a reply