ফিলিপাইনে বিমান বিধ্বস্ত; নিহত বেড়ে কমপক্ষে ৪৫

|

ফিলিপাইনে বিধ্বস্ত সামরিক বিমান সি ওয়ান থার্টি

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন কমপক্ষে ৪৫ আরোহী। রোববার (৪জুলাই) সি ওয়ান থার্টি বিমানের ৯২ আরোহীর মধ্যে ৫০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। বাকিদের উদ্ধারে চলছে অভিযান।

দেশটির এক বিবৃতিতে বলা হয়, রোববার স্থানীয় সময় সাড়ে ১১টা নাগাদ বিমানটি বিধ্বস্ত হয়। সুলু প্রদেশের জোলো দ্বীপে বিমানটি অবতরণের চেষ্টা চালানো হচ্ছিলো। কিন্তু রানওয়ে ছোঁয়ার আগেই আবাসিক এলাকায় আছড়ে পড়ে ‘সি-ওয়ান থার্টি’ সামরিক বিমানটি। মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুন।

তথ্য অনুসারে, বিমানে ছিলেন তিন পাইলট এবং পাঁচজন ক্রু। বাদবাকি আরোহীরা সবাই সম্প্রতি সামরিক বাহিনীর প্রশিক্ষণ শেষ করেছেন। তাদের সন্ত্রাসবাদ বিরোধী যৌথ অভিযানে মোতায়েনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো দ্বীপটিতে। হতহতদের মধ্যে স্থানীয়রাও রয়েছেন।

দেশটির সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, উদ্ধারকাজ না শেষ হওয়া পর্যন্ত, আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply