Site icon Jamuna Television

খালেদা জিয়ার জামিনের বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার জামিনের বিষয়টি পুর্নবিবেচনা করা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

খালেদা জিয়ার জামিনের বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে সচিবালয় বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিএনপির আচরণ দেখে মনে হচ্ছে খালেদা জিয়াকে জেলে রাখায় উচিত। জেলের বাইরে রাখার জন্য বিএনপির উচিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়া বলেও জানান তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, মির্জা ফখরুলসহ অনেক নেতারা অন্য দল থেকে বিএনপিতে এসেছেন। বিএনপি থেকে নেতারা পদত্যাগ নয় নেতারা পলায়ন করছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

এনএনআর/

Exit mobile version