Site icon Jamuna Television

বাড়িতে ৪৫টি গাঁজা গাছ রোপণ করে গ্রেফতার চাষী

গাজীপুরে ৪৫টি গাঁজার গাছসহ আকাশ মিয়া (৩৫) নামে এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে র‍্যাব-১। রোববার (৪জুলাই) রাতে গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ির বাগানবাড়ি নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাঁজা চাষী আকাশ মিয়া কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকার সালাম মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আকাশ মিয়া তার বাড়ির আঙ্গিনায় সবজি গাছের সাথে গাঁজা রোপণ করে। পরবর্তীতে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছ সহ তাকে গ্রেফতার করে কোনাবাড়ী থানায় প্রেরণ করে।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আজ সোমবার (৫জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version