বাউন্সি উইকেটে টাইগারদের ঘায়েলের পরিকল্পনা জিম্বাবুয়ের: উতসেয়া

|

বাউন্স বলে দুর্বলতা আছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। আর তা দিয়েই টাইগারদের ঘায়েল করতে চায় জিম্বাবুয়ে। বলেছেন দেশটির সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক প্রসপার উতসেয়া। এছাড়াও হারারেতে প্রথম টেস্ট উইকেট কেমন হতে পারে, বাংলাদেশ নিয়ে তার প্রিয় স্মৃতি এমন নানা বিষয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন উতসেয়া।

প্রশ্ন: আপনার ব্যস্ততা কী নিয়ে?

প্রসপার উতসেয়া: আমি এখন জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ। এছাড়াও জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে আছি। ২০১৬ সাল থেকে যুব দলের বোলিং কোচ ছিলাম আমি, তবে ২০২০ সাল থেকে হেড কোচের দায়িত্বে আছি।

প্রশ্ন: বাংলাদেশ দলের অনেক সিনিয়র ক্রিকেটারের সাথে খেলেছেন আপনি। এখন জিম্বাবুয়ের দলের নির্বাচক। সব মিলিয়ে সিরিজটি কেমন হবে বলে মনে করেন?

প্রসপার উতসেয়া: সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর মত লম্বা সময় ধরে জাতীয় দলে পারফর্ম করা ক্রিকেটাররা আছে বাংলাদেশের স্কোয়াডে, তাই অবশ্যই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে জিম্বাবুয়েকে। তবে আমাদের সুবিধা হলো আমরা ঘরের মাঠে খেলছি। এই অ্যাডভান্টেজটা কাজে লাগাতে পারলে এগিয়ে থাকবো আমরা।

প্রশ্ন: আপনি নিজেও একজন স্পিনার ছিলেন। বাংলাদেশ দলে অনেক স্পিনার আছে, হারারের উইকেটে তারা কেমন সুবিধা পেতে পারে বলে মনে করেন?

প্রসপার উতসেয়া: হারারের উইকেট স্পিনারদের জন্য সহায়ক হতে পারে। তবে বাংলাদেশের সেরা শক্তির জায়গা যেহেতু স্পিন তাই আমার বিশ্বাস স্বাগতিক টিম ম্যানেজমেন্ট পুরোদস্তুর পেস বোলিং সহায়ক উইকেট চাইবে। আমি যতদূর জানি কোমরের উপর থেকে ঘাড় পর্যন্ত যেন বাউন্স হয় তেমন উইকেট প্রস্তুত করে বাংলাদেশকে চাপে ফেলতে চাইবে জিম্বাবুয়ে।

প্রশ্ন: অনেকবার বাংলাদেশ গেছেন আপনি, ভালো লাগার কিছু কি এখনও মনে পড়ে?

প্রসপার উতসেয়া: জিম্বাবুয়ের বাইরে সবচেয়ে বেশি আমি বাংলাদেশে খেলেছি। সেই হিসেবে এটা আমার দ্বিতীয় বাড়ি বললে মোটেও ভুল হবে না। ২০০৪ সালে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে গিয়েছিলাম। বগুড়ার মাটি আমার কাছে সবচেয়ে প্রিয়। সেই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার স্মৃতি এখনো চোখে ভাসে আমার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply