Site icon Jamuna Television

ইয়েমেনে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ১৪

ইয়েমেনের এডেনে জোড়া আত্মঘাতী হামলায় নিহত হয়েছে অন্তত ১৪ জন, আহত প্রায় অর্ধশতাধিক। জাতিগত সংঘাত পীড়িত এই অঞ্চলটিতে এ হামলা চালিয়েছে আইএস।

শনিবার এডেনের সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনাকারী বাহিনীর ক্যাম্পের সামনে প্রথম বোমার বিস্ফোরণটি ঘটানো হয়। এতে সেনা সদস্য ছাড়াও নিহত হন বেসামরিক নাগরিক। এডেনের তাওয়াহি জেলায় চালানো হয় দ্বিতীয় হামলা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যাদের বেশ ক’জনের অবস্থা আশঙ্কাজনক। সৌদিতে নির্বাসিত প্রেসিডেন্ট মানসুল আল হাদি সমর্থিত বাহিনীর সাথে এডেন ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সংঘাতের মধ্যেই এ হামলা চালালো আইএস। এতে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

Exit mobile version