দেশের ক্রীড়াঙ্গনে জনপ্রিয় ব্যক্তিত্ব মাহমুদুর রহমান মোমিন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। ৮৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই হকি সংগঠক ও খেলোয়াড়।
আপাদমস্তক ক্রীড়া ব্যক্তিত্ব মাহমুদুল রহমান মোমিনের হকি জীবন শুরু ১৯৫২ সাল থেকে। এরপর টানা বিশ বছর খেলেছেন হকি, ফুটবল সহ নানা খেলা। তিন বছর ছিলেন পূর্ব পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক। খেলতে খেলতে মোমিনের সংগঠক জীবনের শুরু। ছিলেন পাকিস্তান হকি ফেডারেশনের সদস্য। নিজ হাতে গড়েছেন বাংলাদেশ হকি ফেডারেশন। তার আগে ৬০ থেকে ৭০, এই দশ বছর ছিলেন পূর্ব পাকিস্তান হকির সম্পাদক। আন্তর্জাতিক আম্পায়ারের স্বীকৃতি পেয়েছেন ১৯৭৭ সালে। ১৯৮৫ সালে ঢাকায় এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ আয়োজন ছিল তার জীবনের সেরা সাফল্য। মূলত হকির মানুষ হিসেবেই পরিচিত মাহমুদুর রহমান মোমিন জাতীয় পুরস্কারে ভুষিত হন ১৯৭৭ সালে। ওয়ারি ক্লাবের শীর্ষকর্তা মাহমুদুল হক মোমিন ক্রীড়া নিয়ে ৩টি তথ্যবহুল বইও লিখেছেন।
Leave a reply