বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন নিবন্ধন শুরু

|

অনলাইন ব্রিফিংয়ে জানানো হয় বিদেশগামী কর্মীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। ছবি: সংগৃহীত

‘আমি প্রবাসী’ অ্যাপে রেজিস্ট্রেশন করা বিদেশগামী কর্মীরা আজ সোমবার (৫ জুলাই) রাত থেকেই সুরক্ষা পোর্টালে বিশেষ ব্যবস্থায় নিবন্ধন করতে পারবেন।

অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকায় সৌদি ও কুয়েতগামীরা ফাইজার এবং দেশের অন্য টিকাদান কেন্দ্রে সিনোর্ফামের টিকা নিতে পারবেন। এক মাসের ব্যবধানেই নেয়া যাবে দুই ডোজ।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, প্রবাসী রেজিস্ট্রেশন সিস্টেমটি আজ আমরা উন্মুক্ত করতে যাচ্ছি।

বিদেশগামী কর্মীরা রাত থেকেই করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রবাসীদের টিকা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, নিবন্ধনের পর এসএমএস এলে টিকা নেয়া যাবে রাজধানীর ৭টি সেন্টারে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানানো হয়, বিএমইটি নিবন্ধন বাধ্যতামূলক। তাই, ‘আমি প্রবাসী’ অ্যাপে নিবন্ধনের পর সুরক্ষা অ্যাপে বিশেষ ব্যবস্থায় নিবন্ধিত হতে পারবেন প্রবাসী কর্মীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply