টিকা কার্যক্রমে সাফল্য মেলায় করোনা বিধিনিষেধ লঘু করা হচ্ছে ইংল্যান্ডে। তারই অংশ হিসেবে ব্রিটিশ সরকার এবার মাস্ক পরার ওপর বাধ্যবাধকতা সরিয়ে নিতে যাচ্ছে। ব্রিটিশ মুল্লুকে কেউ মাস্ক পরবেন কি না তা এখন থেকে নির্ভর করবে ব্যক্তি বিবেচনার ওপর।
ইংল্যান্ডের আবাসন মন্ত্রী রবার্ট জেনরিক জানিয়েছেন, আগামী ১৯ জুলাই থেকে লকডাউন একেবারে তুলে দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার। পাশাপাশি স্বাস্থ্যবিধি নির্ভর করবে ব্যক্তির দায়িত্ববোধের ওপর। প্রয়োজনীয়তা বুঝে মাস্ক পরতে হবে।
জেনরিক আরও বলেন, প্রধানমন্ত্রী বরিস জনসন খুব দ্রুতই এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা দেবেন। এখন থেকে সরকার আর সব বলে দেবে না। কি করতে হবে তা নিজকেই বিচার করতে হবে।
দেশটির গণমাধ্যমে কয়েকদিন ধরেই করোনা বিধিনিষেধ লঘূকরণের কথা শোনা যাচ্ছিলো। যেখানে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মাস্ক পরাসহ অন্যান্য বিধিনিষেধ তুলে দিতে যাচ্ছেন। মূলত, গণটিকা কার্যক্রমে সাফল্য মেলায় স্বাভাবিক জীবনে ফিরতে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে শোনা যাচ্ছে। এরই মাঝে জার্মানি, ইতালিসহ অনেক দেশে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। দেশগুলোতে বলা হচ্ছে, মানুষ এখন বুঝে গেছেন কিভাবে ভাইরাসে সাথে বসবাস করতে হবে, কখন মাস্ক পরতে হবে।
Leave a reply