স্টাফ রিপোর্টার
অষ্টম জাতীয় মজুরি স্কেল ঘোষণা সহ ১৬ দফা দাবিতে নাটোর সুগার মিলস গেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে মিল গেটে নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ব্যানারে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা আব্দুল জলিল পান্না, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যন্যরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে অষ্টম জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবীতে শ্রমিক-কর্মচারী বিভিন্ন আন্দোলন করে আসলেও সরকার কর্ণপাত করছেনা। অবিলম্বে ২০১৫ সালের ঘোষিত মজুরি স্কেল অনুযায়ী সর্বনিম্ন ৮,৭৫০ নির্ধারণ করে অষ্টম মজুরি স্কেল ঘোষণার দাবী জানান বক্তারা।
Leave a reply