বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ৪০ লাখ ছাড়ালো

|

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ৪০ লাখ ছাড়িয়েছে। ছবি- এপি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট প্রাণহানি ৪০ লাখ ছাড়িয়েছে। তবে স্বস্তির বিষয় এটিই যে, মহামারির একবছর পেরিয়ে এখন অনেকটাই নিম্নমুখী দৈনিক মৃত্যু ও সংক্রমণ।

২৪ ঘণ্টায় গোটা বিশ্বে ৬ হাজারের বেশি মানুষ করোনার প্রকোপে মারা গেছেন। নতুন করে আরও ৩ লাখ ৩৫ হাজার মানুষের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

দ্বিতীয় দিনের মতো সাড়ে সাতশ প্রাণহানি দেখেছে ব্রাজিল। অন্যদিকে, রাশিয়াতে হঠাৎই ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে মহামারি করোনাভাইরাস। একদিনের ব্যবধানে দেশটিতে মারা গেছেন ৬৫৪ জন। পরের অবস্থানে থাকা আর্জেন্টিনায় ৬১৭ জন মৃত্যুবরণ করেছেন। আর কলাম্বিয়ায় মারা গেছেন ৫৭০ জন।

অবশ্য, দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে থাকা ভারত সোমবার সাড়ে পাঁচশ মানুষের মৃত্যু লিপিবদ্ধ করেছে। আর নতুন করে দেশটিতে আরও ৩৪ হাজার মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস।

এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো সাড়ে ১৮ কোটির মতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply