কুমিল্লা ব্যুরো:
সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এক সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করে এক ওয়ার্ড মাষ্টার। সোমবার (৫ জুলাই) বেলা ৩ টায় হাসপাতালের করোনা ইউনিটের সামনে এ মারধোরের ঘটনা ঘটে।
ঢাকা পোষ্টের কুমিল্লা সংবাদদাতা সাংবাদিক অমিত মজুমদার জানান, সোমবার দুপুর ৩ টায় কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে করোনার সংবাদ সংগ্রহে গিয়েছিলাম। যাওয়ার আগে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক থেকে অনুমতি নিয়ে করোনা ইউনিটের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে চাইলে ওয়ার্ড মাস্টার আক্তার আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকেন। এক পর্যায়ে সে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড মাস্টার আক্তার মোবাইল ফোনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করলেও ঘটনার সময় ধারণ করা ভিডিওতে দেখা যায় ওয়ার্ড মাষ্টার আক্তার অকথ্য ভাষায় গালাগাল করেন ও বারবার ওই সাংবাদিককে মারার জন্য উদ্যত হন। এক পর্যায়ে সাংবাদিককে ধাক্কা ও চড় থাপ্পড় দেন।
সাংবাদিককে মারধরের বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রেজাউল করিম বলেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি দুঃখপ্রকাশ করে বলেন, ঘটনাটি তদন্ত করে ওয়ার্ড মাস্টার আক্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Leave a reply