দেশজুড়ে কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে এসে রাজধানীতে বেড়েছে নগরবাসীর চলাচল। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে বের হচ্ছে মানুষ।
গতকাল ব্যাংক সেবা চালুর পর থেকেই সড়কে বেড়েছে মানুষের চলাচল। এছাড়া টানা লকডাউনের ষষ্ঠ দিনের মাথায় এসে অনেকে বিনা প্রয়োজন বা ছোটখাটো প্রয়োজনে বাইরে বের হচ্ছেন। ফলে সড়কে মানুষের চাপ বেড়েছে।
তবে যথারীতি রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। যারাই ঘর থেকে বাইরে বের হচ্ছেন তাদের চেকপোস্টে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক্ষেত্রে কেউ যৌক্তিক কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জরিমানা। তবে গাড়ি থামিয়ে চেক করার ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগায় অনেক চেকপোস্টে যানজটও তৈরি হচ্ছে।
প্রতিদিনের মতো জরুরি কাজে নিয়োজিত চাকুরীজীবী ও শিল্প-কারখানার শ্রমিকরা পরিবহন সংকটে ভোগান্তিতে পড়ছেন। গণপরিবহন না থাকায় রিকশায় যেতে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
Leave a reply