আখাউড়া প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আম পেয়ে ত্রিপুরা রাজ্যের প্রসিদ্ধ কুইন ভ্যারাইটি নামের আনারস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে পাঠানোর ইচ্ছা পোষণ করেছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার দুপুরে মোবাইলে এসব তথ্য জানান ত্রিপুরাস্থ আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন।
হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রীর পাঠানো আম গ্রহণ করে শেখ হাসিনাকে মায়ের তুল্য বলে সম্বোধন করেছেন বিপ্লব কুমার দেব। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
উপহারের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর ও আত্মিক সম্পর্ক রয়েছে। একাত্তরের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের তথা ত্রিপুরা রাজ্যের শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, রয়েছে ব্যবসায়িক, সামাজিক ও আত্মিক সম্পর্ক। মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষও ওতপ্রোতভাবে জড়িত ছিল। এ কথা বাংলাদেশবাসী জানেন এবং সম্মানের সঙ্গে স্মরণ করেন। বাংলাদেশ ত্রিপুরার পরীক্ষিত বন্ধু।
এর আগে সোমবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশি একটি পিকআপ ভ্যানে করে ৩০টি কার্টনে করে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা জাতের সুস্বাদু ৩শ কেজি আম আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
Leave a reply