শোলাকিয়া ঈদগাহে ভয়াবহ জঙ্গি হামলার পাঁচ বছর আজ

|

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলার চার বছর পার হয়ে পাঁচ বছরে পড়লেও মামলা চলছে ধীর গতিতে। মামলাটি কিশোরগঞ্জের জেলা ও দায়রাজজ দ্বিতীয় আদালতে সাক্ষ্য পর্যায়ে বিচারাধীন রয়েছে।

২০১৬ সালের ৭ জুলাই ঈদের দিন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলায় চালায় জঙ্গিরা। হামলায় দুই পুলিশ সদস্য আনসারুল্লাহ ও আনোয়ারুল এবং ঝর্ণা রাণী ভৌমিক নামে এক গৃহবধু নিহত হন। ওই সময় পুলিশের গুলিতে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গিও।

প্রতি বছর সেই ভয়াবহ দিনটি আনুষ্ঠানিকভাবে স্মরণ করে কিশোরগঞ্জ জেলা পুলিশ। জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে শোলাকিয়ায় পুষ্পস্তবক অর্পণ করে জেলা পুলিশ। একই সঙ্গে নিহত গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের প্রতিকৃতিতেও পুষ্পস্তবক।

শোলাকিয়া হামলার ঘটনায় ২০১৬ সালের ১০ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলার ২৪ আসামির মধ্যে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে মারা যায় ১৯ আাসামি।

বর্তমানে কারাগারে আছে জেএমবি সদস্য মিজানুর রহমান ওরফে বড় মিজান, অনোয়ার হোসেন, সোহেল মাহমুদ, রাজীব গান্ধী ও জাহিদুল হক তানিম নামে ৫ জঙ্গি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply