ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস ও ডিম নিয়ে মারামারি; আহত ৬

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাঁস ও ডিম নিয়ে বাগবিতণ্ডার জের ধরে এক পক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬জুলাই) সন্ধ্যায় উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জাকির (৩৫), ছোট নাসির (২৮), বড় নাসির (৩২), মাসুদ (২৫), মারফত আলী (৭৫) ও কানু মিয়া (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সদর উপজেলার মৈন্দ গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন জাকির মিয়ার হাঁসের খামার থেকে স্থানীয় আব্দুল মওলা হাঁস ও ডিম চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে জাকিরের সঙ্গে মওলার বাগবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় মওলা আরও কয়েকজন নিয়ে জাকির মিয়ার ওপর হামলা করে। এসময় জাকিরকে বাঁচাতে গিয়ে ছোট নাসির ও বড় নাসির সহ আরও ৬ জন আহত হয়।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হাঁস নিয়ে মারামারি করে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply