আবারও ক্যাটাগরি ওয়ান হারিকেনে রূপ নিয়েছে ক্রান্তীয় ঝড় এলসা। প্রবল বেগে এগিয়ে চলেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে। এর প্রভাবে তীব্র বাতাস ও ভারি বৃষ্টি চলছে উপকূলীয় অঞ্চলে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার-এনএইচসি জানিয়েছে, ফ্লোরিডার টামপা থেকে ১০০ মাইল দূরে এলসার কেন্দ্র। সেখান থেকে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগিয়ে চলছে উত্তরের দিকে। বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে টামপায় আঘাত হানতে পারে এলসা। ফ্লোরিডার উপকূলীয় এলাকায় ১০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে ভূমিধসের সতর্কতাও।
পূর্বাভাসে এনএইচসি জানায়, টর্নেডোর কবলেও পড়তে পারে ফ্লোরিডা, জর্জিয়া ও সাউথ ক্যারোলাইনার কোনো কোনো অঞ্চল। গত সপ্তাহে ক্যাটাগরি ওয়ান হারিকেন হিসেবে ক্যারিবিয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে এলসা।
এনএনআর/
Leave a reply