হারারেতে ১ম টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি সফরকারী বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। তবে ১ম ওভারেই উইকেট হারিয়েছে টাইগাররা।
রানের খাতা খোলার আগেই জিম্বাবুয়ের ডানহাতি পেসার ব্লেসিং মুজারাবানির ১ম ওভারের ৫ম বলে বোল্ড হন ওপেনার সাইফ হাসান। ২য় উইকেট জুটিতে শাদমান ইসলামের সাথে ব্যাটিং করছিলেন নাজমুল হাসান শান্ত। ৫ম ওভারের ২য় বলে আবারও মুজারাবানির বলে ডিয়ন মেয়ার্সের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত। আউট হবার আগ পর্যন্ত তাদের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ০ ও ২ রান।
অধিনায়ক মুমিনুল হকের সাথে জুটি গড়ে তলার পর ২০ তম ওভারের ১ম বলে এনগারাভার বলে ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থাকা ব্র্যান্ডন টেইলরের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন শাদমান ইসলাম। আউট হবার আগ পর্যন্ত শাদমানের সংগ্রহ ৬৪ বলে ২৩ রান।
লাঞ্চ ব্রেকের পর ২য় সেশনে মুশি ও মুমিনুল শক্ত প্রতিরোধ গড়ে তুললেও আবারও মুজারাবানির আক্রমণে পর্যদুস্ত হয়ে পড়ে টাইগার শিবির। দুটি চারের সাহায্যে সংগৃহীত ব্যক্তিগত ১১ রানে আউট হন মুশফিক। তার কিছুক্ষণ পর ব্যক্তিগত ৩ রানে নিয়াওচির বলে চাকাভা’র হাতে ক্যাচ তুলে দিয়ে ক্রিজ ত্যাগ করেন সাকিব।
পিচে এখন ব্যাটিং করছেন টাইগার দলপতি মুমিনুল ইসলাম, আর তাকে সঙ্গ দিচ্ছেন লিটন দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১২১ রান ৫ উইকেটের বিনিময়ে।
Leave a reply