প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মেয়াদ কি বাড়ছে?

|

বিশ্বের অন্যান্য দেশের মতো চিনের বিদ্যমান নিয়ম অনুসারে, দুই মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। কিন্তু এবার সে বিষয়ে শিথিলতা আনতে যাচ্ছে মাওবাদী সমাজতান্ত্রিক দেশটি।

দেশটির গণমাধ্যম শিনহুয়া জানিয়েছে, এ বিষয়ে চিনা কমিনিস্ট পার্টি রোববার একটি প্রস্তাব পেশ করেছে। পার্টির কেন্দ্রীয় কমিটি, পরপর দুই বারের বেশি পদে না থাকা’-এই অনুবিধিটি বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

পৃথক একটি বিবৃতির বরাত দিয়ে শিনহুয়া জানায়, “নতুন একটি যুগের জন্য চিনা বৈশ্যিষ্টের ভিত্তিক শি চিনপিং-এর সমাজতান্ত্রিক ভাবনা’ সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে কমিটি।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply