দুবাই’য়ের আন্তর্জাতিক সমুদ্রবন্দর ‘জাবেল আলি’তে ঘটলো ভয়াবহ বিস্ফোরণ। এখনো হতাহতের খবর না মিললেও বেশ ক্ষতিগ্রস্ত বিশ্বের অন্যতম বড় ও ব্যস্ত বন্দরটি।
বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ একটি জাহাজে ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই বন্দর এলাকায় ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পুড়তে থাকে পণ্যবাহী হাজার-হাজার কন্টেইনার। দ্রুত সরানো হয় কর্মরত শ্রমিকদের। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করছে ফায়ার ব্রিগেড।
স্থানীয় প্রশাসনের দাবি, বিস্ফোরণের ধাক্কা অনুভূত হয়েছে শহরের অন্যান্য অংশেও। ২৫ কিলোমিটার দূরের ঘরবাড়িও কেঁপে ওঠে; ভেঙে পড়েছে দরজা-জানালার কাঁচ।
এশিয়া, আফ্রিকার সাথে ইউরোপ-আমেরিকার সংযোগকারী হিসেবে বিখ্যাত এই সমুদ্রবন্দর। গভীর পোতাশ্রয় হওয়ার কারণে এখানে নোঙ্গর ফেলে মার্কিন যুদ্ধজাহাজও।
এনএনআর/
Leave a reply