গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকায় বিল থেকে ভাসমান জোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। নিহত দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫০ বছর এবং অপরজনের আনুমানিক ৩৫ বছর।
কোনাবাড়ী মেট্রোপলিটন থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ জানান, আমবাগ পূর্বপাড়া এলাকায় বিলের পানিতে পাশাপাশি জোড়া মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনএনআর/
Leave a reply