Site icon Jamuna Television

উইম্বলডন থেকে বিদায় নিলেন রজার ফেদেরার

উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ৮ বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। হবার্ট হুরকাজের বিপক্ষে সরাসরি সেটে হেরে বিদায় নেন এই টেনিস তারকা।

বুধবার অল ইংল্যান্ড ক্লাবে কোয়ার্টার ফাইনালে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের মুখোমুখি হয়েছিল পোল্যান্ডের হবার্ট হুরকাজের।

হবার্টের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই পিছিয়ে ছিলেন রজার ফেদেরার। প্রথম সেট ৬-৩ গেমে হারার পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ফেদেরার। তবে টাইব্রেকে গড়ানো সেটেও জয় তুলে নেন পোল্যান্ড তারকা। আর সবশেষ সেটে একেবারেই দাড়াতে পারেননি ফেদেরার। ৬-০ সেটে হেরে আসর থেকেই বিদায় নিয়েছেন এই সুইস তারকা।

এর আগে কখনোই কোনো গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ড পার করতে না পারলেও এবারের উইম্বলডনে ফেদেরারকে থমকে দিয়ে সেমিতে জায়গা করে নিলেন হুরকাজ। অন্যদিকে, ২০১৮ সালের পর আর কোনো গ্র্যান্ড স্ল্যাম না জেতা ফেদেরার রাফায়েল নাদালকে টপকে সবেচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি এককভাবে নিজের করে নিতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী গ্র্যান্ড স্ল্যাম পর্যন্ত।

Exit mobile version