সুয়েজ খাল থেকে মুক্তি পেলো এভার গিভেন

|

সুয়েজ খাল থেকে মুক্তি পেলো এভার গিভেন

ছবি: সংগৃহীত

অবশেষে ছাড়া পেলো সুয়েজ খালে আটকে পড়া কন্টেইনারবাহী জাহাজ ‘এভার গিভেন’। বুধবার খাল ছাড়তে যাত্রা শুরু করে বিশালাকার জাহাজটি।

সেদিন সকালেই মিসরের ইসমাইলিয়া শহরে চুক্তিতে সাক্ষর করে জাহাজ মালিক পক্ষ ও খাল কর্তৃপক্ষ। এরপরেই ভূমধ্যসাগরের দিকে রওনা করতে দেখা যায় এভার গিভেন’কে।

গেল রোববার সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। দীর্ঘ তিন মাসের দরকষাকষি ও আইনী প্রক্রিয়া শেষে আসে এই সমাধান।

গত ২৯ মার্চ সুয়েজ খালের সরু পথে আটকে যায় জাহাজটি। এতে খালের দু’পাশে তৈরি হয় ৩০০ নৌযানের জট। ছয় দিন অভিযানের পর সরানো সম্ভব হয় বিশালাকার যানটি। পরে মিসর ক্ষতিপূরণ দাবি করলে, জাহাজ মালিক কোম্পানির আপত্তির মুখে সেখানেই আটকে থাকে জাহাজটি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply