উপহারের প্যাকেট বিস্ফোরণে বরের মৃত্যু

|

বিয়ের দাওয়াতে হাতে করে সবাই কিছু না কিছু নিয়ে আসেন উপহার হিসেবে। সেই নগদ টাকাই হোক কিংবা অন্য কোনো সামগ্রী। খুশি মনে নব দম্পতিকে এই উপহার দিতে থাকে মানুষ। তাই বলে উপহার হিসেবে বোম!

ভারতের ওড়িশ্যা রাজ্যে এমনই একটি ঘটনা ঘটেছে। এই নির্মম ঘটনায় প্রাণ হারিয়েছে বর এবং দাদি। ভয়াবহ রকম আহম হয়েছেন কনে।

সৌম্য শেখর ও রিমা শাহু গত ১৮ ফেব্রুয়ারি বিয়ে করেন। এর কয়েক দিন বাদে তারা ওই উপহারটি পেয়েছিলেন। পুলিশ জানিয়েছে, যিনি পাঠিয়েছে তিনি তার নাম ঠিকানা কিছুই লিখেননি। এটা আদতে একটি পার্সেল বোমা ছিল।

স্থানীয় গণ মাধ্যমকে ভুক্তভোগী পরিবার জানায়, মোড়ক খোলার সঙ্গে সঙ্গে পার্সেলটি বিস্ফোরিত হয়।

কে বা কাহারা এ ধরনে ঘটনা কি উদ্দেশ্যে ঘটিয়েছে সে বিষয়ে এখনও কোনো হদিস মেলেনি। পুলিশ বলছে, কেউ একজন এই উপহারের প্যাকেটটি এখানে বয়ে নিয়ে এসেছে।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply