কঠোর বিধিনিষেধ কার্যকরের অষ্টমদিনে রাজধানীতে আরও বেড়েছে মানুষের চলাচল। লকডাউন মানার ক্ষেত্রে নগরবাসীর মধ্যে কিছুটা ঢিলেঢালাভাব লক্ষ্য করা যাচ্ছে।
বৃহস্পতিবার সকালে সড়কে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহন ও মানুষের চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিধেষ থাকলেও ছোট-খাটো প্রয়োজনে বের হচ্ছেন অনেক।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আজ সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় সড়কে মানুষের চাপ অনেক বেশি। তবে বিনা প্রয়োজনে বাইরে বের হলে জরিমানা ও গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে কর্মস্থলে যেতে পারছেন।
এদিকে নিয়মতভাবে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। গণপরিবহন না থাকায় রিকশায় যেতে অনেক ক্ষেত্রে দ্বিগুন ভাড়া দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন অনেক যাত্রীর।
এনএনআর/
Leave a reply