জাপানের টোকিও শহর দাপিয়ে বেড়াচ্ছে বিশালাকার এক বিড়াল! বাস্তবে নয়, বরং আদুরে এই পোষ্যের ত্রিমাত্রিক রূপ উপভোগ করছেন পথচারীরা।
শিনজুকু রেল-স্টেশনে স্থাপন করা হয়েছে এ প্রতিকৃতি। ১ হাজার ৬৬৪ বর্গফুট এলইডি স্ক্রিনে হাইপার-রিয়্যালিস্টিক দৃশ্য ফুটিয়ে তুলতে, ফোর-কে রেজ্যুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
অবশ্য করোনাকালে জরুরি অবস্থা বহাল থাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্তই দেখা মিলবে বিড়ালটির।
এসময় পথচারীদের নজর কাড়তে প্রাণীটি অবস্থান পরিবর্তন করে আদুরে গলায় ডাকাডাকি। মহামারিতে ধ্বসে পরা অর্থনীতিকে চাঙ্গা করতেই স্থানীয় ব্যবসায়ীদের এ উদ্যোগ।
এনএনআর/
Leave a reply