মোবাইল ব্যাংকিংয়ে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। মে মাসে ৭১ হাজার ২৪৭ কোটি টাকা লেনদেন করেছেন গ্রাহকরা। প্রতিদিন গড়ে লেনদেন হছে ২ হাজার ২৯৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
এপ্রিলে লেনদেন হয় ৬৩ হাজার ৪৪১ কোটি টাকা। যা এখন পর্যন্ত একক মাস হিসেবে মোবাইল ব্যাংকিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। গত বছরের জুলাইয়ে মোবাইল ব্যাংকিংয়ে তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয় ৬৩ হাজার কোটি টাকা।
খাত সংশ্লিষ্টরা মনে করেন, করোনাকালে আর্থিক লেনদেনে বিকাশ, রকেট, নগদ, উপায়সহ এ জাতীয় প্রযুক্তিভিত্তিক সেবার ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ছে।
বর্তমানে ১০ লাখ ৮৬ হাজার এজেন্ট যুক্ত রয়েছে মোবাইল ব্যাংকিং সেবায়। নিবন্ধিত গ্রাহক ৯ কোটি ৮৬ হাজারেরও বেশি। এর মধ্যে ৩ থেকে ৪ কোটি হিসাবে প্রতি মাসে নিয়মিত লেনদেন হয়।
Leave a reply