প্রশ্নফাঁসের ঘটনার কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু। বলেছেন, আগেও প্রশ্নফাঁস হয়েছে এটা কোনো যুক্তি হতে পারে না। যারা পারবেন না, তাদের অবশ্যই পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগে লোকের অভাব নেই।
রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মতিন খসরু এ কথা বলেন। তিনি বলেন, বড় কষ্ট লাগে বলতে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে স্নাতক উচ্চতর ক্লাস পর্যন্ত নকল হয়। এটা হতে পারে না। আগেও হয়েছে, এখনও হবে এটা কোনো যুক্তি না। এটা অবশ্যই থামাতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রীকে তা নিশ্চিত করতে হবে।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত অর্জন দু-একটি অপকর্ম দিয়ে ম্লান করে দেওয়া হবে, এটা হতে পারে না। যারা পারবেন না, পদত্যাগ করেন। দু-একজনের ব্যর্থতা আওয়ামী লীগ নেবে না।
আবদুল মতিন খসরু বলেন, আগে হয়েছে, এটা কি কোনো যুক্তি হলো? আগে মানুষ অন্যায় করেছে, চুরি করেছে বলে আমরাও করব?
বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর সমালোচনার মুখে আছে সরকার।
আগেও প্রশ্নফাঁস হয়েছে এটা কোনো যুক্তি হতে পারে না
'আগেও প্রশ্নফাঁস হয়েছে এটা কোনো যুক্তি হতে পারে না। যারা পারবেন না, তাদের অবশ্যই পদত্যাগ করা উচিত।'——— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু
Posted by Jamuna Television on Sunday, 25 February 2018
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply