রোহিঙ্গা শিবির পরিদর্শনে তিন নোবেল বিজয়ী

|

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করেছেন শান্তিতে তিন নোবেল পুরস্কার বিজয়ী। তারা হলেন, ইরানের শিরিন ইবাদি, ইয়েমেনের তাওয়াক্কাল কারমান, এবং ব্রিটেনের মেরিড মাগুইরে।

রোববার বিকেলে তারা এ শিবিরগুলো পরিদর্শন করেন। উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের বলেন, “রোবার সাড়ে তিনটা নাগাদ তিন জন নোবেল বিজয়ী উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন। এ সময় তারা শিবিরে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের সাথে কথা বলেন।”

পরে তারা কুতুপালংয়ের পশ্চিমে অবস্থিত মধুরছড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা মিয়ানমারে ধর্ষণের শিকার পাঁচ নারীর সঙ্গে কথা বলেন।

সোমবার তারা একই উপজেলার বালুখানি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে। পরিদর্শন শেষে মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের অধিকারের বিষয়ে বিশ্বের বিভিন্ন পরিমণ্ডলে এ বিষয়ে তারা কথা বলবেন বলে জানিয়েছেন।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply