চলতি বছরে করোনাভাইরাসে প্রথম মৃত্যু দেখলো অস্ট্রেলিয়া

|

চলতি বছরে করোনাভাইরাসে প্রথম মৃত্যু দেখল অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

চলতি বছর করোনাভাইরাসে প্রথম মৃত্যু দেখল অস্ট্রেলিয়া। শনিবার (১০ জুলাই) সিডনির লিভারপুল হাসপাতালে মারা যান নব্বই বছরের এক বৃদ্ধা।

গত দশ মাসে করোনায় এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো নিউ সাউথ ওয়েলস প্রদেশে। এদিন প্রদেশটিতে নতুন সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৭ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণা করা হয় সিডনিতে। শুক্রবার তা তুলে নেয়ার কথা থাকলেও সংক্রমণ না কমায় সিদ্ধান্ত বাতিল হয়। বরং আরও কড়াকড়ি আরোপের ইঙ্গিত দেয় প্রশাসন। প্রদেশের দৈনিক সংক্রমণ একশ’র ওপরে পৌঁছানোর আশঙ্কা স্বাস্থ্য বিভাগের।

কঠোরভাবে লকডাউন পালনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সিডনির প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৯১১ জনের।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply