উইম্বলডন টেনিসের ফাইনালে ক্যারোলিনা প্লিসকোভা

|

উইম্বলডন টেনিসের নারী এককের ফাইনালে উঠেছেন ক্যারোলিনা প্লিসকোভা।

উইম্বলডন টেনিসের নারী এককের ফাইনালে উঠেছেন ক্যারোলিনা প্লিসকোভা। ফাইনালে তার প্রতিপক্ষ অ্যাশলি বার্টি। ৪১ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন তিনি।

ক্যারোলিনা প্লিসকোভা সেমিফাইনালের লড়াইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই বেলারুশের অ্যারিনা সবালেঙ্কাকে ৫-৭, ৬-৪, ৬-৪ ফলে হারান। উইম্বলডনে এর আগের ৩৩ সেমিফাইনাল ম্যাচের মধ্যে মাত্র ২ জন ফার্স্ট সেট হেরে গিয়ে শেষ পর্যন্ত জয়ী হন।

এর আগে প্রথম সেমি০তে প্রথম সেটে ৬-৩ গেইমের সহজ জয় পান বার্টি। পরের সেটে দারুণ প্রতিরোধ গড়েন কেরবার। তবে শেষরক্ষা হয়নি। টাইব্রেকারে ৭-৬ গেইমের জয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেন অ্যাশলি বার্টি।

শনিবার আসরের ফাইনালে প্লিসকোভার বিপক্ষে লড়বেন ২০১৯ ফরাসি ওপেন জয়ী বার্টি। বর্ণাঢ্য ক্যারিয়ারে অ্যাশলি বার্টির শুরু ক্রিকেট দিয়ে। এরপর জিতেছেন অস্ট্রেলিয়ান পেশাদার গলফের শিরোপাও। আর এবার প্রথমবারের মতো উইম্বলডন শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরত্বে এই অস্ট্রেলিয়ান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply