সারাদেশে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি

|

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে জড় হতে থাকেন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ মহানগর ও উত্তর জেলার নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।

খুলনাতেও প্রতিবাদ কর্মসূচি চলছে। বিএনপি’র কর্মসূচির কারণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন বাহিনীর সদস্যরা। কর্মসূচি চলছে বরিশালসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরেও।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply