জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ১৩ ও ১৪ মার্চ নির্ধারণ করেছেন আদালত। ততদিন পর্যন্ত জামিনে থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
একই সাথে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিনের বিষয়টি দেখে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হবে কিনা সে ব্যাপারে ১৩ মার্চ আদেশ দেয়া হবে। সোমবার সকালে, বকশীবাজারের বিশেষ আদালতে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক আখতারুজ্জামান।
গত ৮ ফেব্রুয়ারি থেকে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন খালেদা জিয়া। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে। চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি ২০১০ সালের আগস্টে দায়ের করা হয়। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে এই ট্রাস্ট গঠনে আসামিরা ৩ কোটিরও বেশি অর্থ অবৈধ লেনদেন করেছেন সেই অভিযোগ আনা হয়েছে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply