ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বিএসএমএমসির করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় অক্সিজেনের অভাবে তিন জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে এসব রুগীর মৃত্যু হয়।
হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীর একাধিক স্বজন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে অক্সিজেন সরবরাহে সমস্যা সৃষ্টি হয়। এসময় রোগীর স্বজনেরা ছোটা ছুটি করতে থাকে। এসময় মাত্র দশ মিনিটের মধ্যেই ৩ জন রোগী মারা যান।
মৃত ব্যক্তিরা হলো, ফরিদপুর সদরপুরের মো. রুবেল (৩৫), সালথার পারভিন জামান (৬৫) এবং নগরকান্দার আব্দুল ওহাব মুন্সি (৬০) নগরকান্দা।
এ বিষয়ে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. অনন্ত কুমার বিশ্বাস বলেন, হাসপাতালের অক্সিজেন প্লান্টে রিফিল করার সময় সেখানে চাপ বাড়ে। এসময় সরবরাহকারীরা চাপ নিয়ন্ত্রণ করতে সরবরাহ কিছুটা কমিয়ে দেয়। একারণে ওই সময়ে অক্সিজেনের অভাবে এ দুর্ঘটনা ঘটেছে। এতে মুমূর্ষু কয়েকজন রোগী মারা যায়।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭১টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২০৮টি নমুনা পজেটিভ হয়েছে। পরীক্ষার হিসাবে আক্রান্তের হার ৫৬.০৪ শতাংশ যা গত একমাসের মধ্যে বেশি। আর এই সময়ের মধ্যে মারা গেছে ১৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ এবং উপসর্গ নিয়ে ৯ জন।
Leave a reply