টিকা না নেওয়া বিদেশি পর্যটকদের আপাতত কানাডায় ঢোকার অনুমতি দেওয়া হবে না। করোনা সংক্রমণ ঠেকাতে নেয়া বিভিন্ন পদক্ষেপে যেন ভেস্তে না যায় এ জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কানাডায় পর্যটক প্রবেশ করতে পারবে কী না জানতে চাইলে তখন ওই সাংবাদিককে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন ট্রুডোর।
কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, কানাডিয়ানরা মাসের পর মাস ধরে করোনা থেকে সুরক্ষার জন্য আত্মত্যাগ করে আসছে। তাদের চেষ্টা যেন বিফলে না যায় তাই টিকা না নেওয়া মানুষদের জন্য এমন পদক্ষেপ।
চলতি সপ্তাহ থেকে কানাডা টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া নাগরিকদের জন্য কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে। কিন্তু কানাডার পর্যটন খাত সংশ্লিষ্টদের চাপ সত্ত্বেও খুব প্রয়োজন ছাড়া বিদেশি পর্যটকদের জন্য দেশটির দ্বার এখনো উন্মুক্ত করে দেওয়া হয়নি।
উল্লেখ্য, কানাডায় ১২ ও তার চেয়ে বেশি বয়সী ৭৮ শতাংশ মানুষ করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন। সম্পূর্ণ ডোজ নেওয়া মানুষের সংখ্যা ৪৪ শতাংশ।
Leave a reply